সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




*রাউজানে ইসলামী নব জাগরণ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত


মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি


রাউজান: ইসলামী নব জাগরণ সংগঠনের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইসলামী নব জাগরণ কমপ্লেক্স মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে "রমজানের তাৎপর্য" শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন নানুপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা মো. শওকত।


সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ, মাওলানা মো. মফিজ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ, উপদেষ্টা নাজমুল হোসেন হিরু মাষ্টার, জনাব মুহাম্মদ আয়ুব ও মাওলানা হারুন।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. নুরুল আজিম, রাউজান ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ জাহাঙ্গীর (দলইনগর), মাওলানা মো. হেলাল, সমাজসেবক মাওলানা মো. এনাম, হাফেজ মো. রাসেদ, হাফেজ মো. তৈয়ব, মাওলানা বরকতুল্লাহ বাবুনগরী, হাফেজ মো. এমরান, মো. মোরশেদ, মো. তৈয়ব, নুরুদ্দীন ও মো. আইয়ুব।


মাহফিলে জানানো হয়, আগামী ১৭ এপ্রিল ইসলামী নব জাগরণ সংগঠনের উদ্যোগে এক বিশাল ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। একই দিনে মসজিদ, মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালেদ হোসেন।


ইসলামী নব জাগরণ সংগঠন একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা ধর্মীয় শিক্ষার প্রসার, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে কাজ করছে। সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানা কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে।


আসন্ন ইসলামি মহাসম্মেলন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা মো. মঈনুদ্দীন।

Post a Comment

أحدث أقدم