সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




রাজশাহী স্টেশনে দুইটি ট্রেনের সং*ঘ*র্ষ



স্টাফ রিপোর্টার-


রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্দা দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। দুপুর আড়াইটার  দিকে এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের  তিনটি বগি লাইনচুত্য হয়। বগি  তিনটি উদ্ধারে কাজ চলছে। 


রাজশাহী স্টেশনের  ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের  দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশ পিটের দিকে  যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট  সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস  ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত  হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। তবে  দুটি ট্রনে কোন  যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্টেশন ম্যানেজার  শহীদুল আলম জানান, পদ্মা এক্সপ্রেস বিকাল ৪টায় ঢাকার  উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে  ছাড়তে পারে। ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া  হয়েছে।

তিনি বলেন, যেহেতু  পদ্মার তিনটি রেক পড়েছে সেহেতু রিলিফ ট্রেন না আসা পর্যন্ত  ঢাকা গামী পদ্মা এক্সপ্রেস ট্রেন  চলবে না। ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও  অন্যান্য ট্রেন সচল রয়েছে।

Post a Comment

أحدث أقدم