রাউজান কলেজ ময়দানে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে জনতার ঢল
মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান
দেশের সর্ব বৃহৎ অরাজনৈতিক দ্বীনি ও এসলাহী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা র উদ্যোগে শানে রেসালত সম্মেলন গতকাল (২৯ জানুয়ারি ) রাউজান সরকারী কলেজ ময়দানে শানে রেসালত সম্মেলন রাউজান উপজেলা হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা শাহ সেহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা হেফাজতের সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী, সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, মা-ও কেফায়েত উল্লাহ ও মাও ইব্রাহিম নূর এর যৌথ সঞ্চালনায়ে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়বে আমীর আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়বে আমীর আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা সাজিদুর রহমান
এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক সাহেব। শানে রেসালত সম্মেলনে বক্তব্য দেন , মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবু তাহের নদবী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীনি,মুফতি হারুন ইযহার, মাওলানা মুফতি ইলিয়াস হামিদি, গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা হেলাল উদ্দিন বিন জমিরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মা-ও মীর ইদ্রিস, মাস্টার আহসান উল্লাহ, মা-ও এমরান সিকদার, আথিকুর রহমান সাবেরী বি বাড়িয়া প্রমুখ।
إرسال تعليق