সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



রাজশাহী থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ,স্টেশনে যাত্রীদের-ভাঙচুর



স্টাফ রিপোর্টার-


রেলওয়ের রানিং স্টাফদের  কর্মবিরতির কারণে ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে  দেশের বিভিন্ন স্থানের মতো  রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা  চরম ভোগান্তির শিকার  হয়েছেন। কর্মবিরতির কারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি)  সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটিগামী  তিতুমীর এক্সপ্রেস ট্রেন ছাড়তে  না পারায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালান এবং স্টেশনে রাখা  চেয়ার ও অন্যান্য সামগ্রী  ক্ষতিগ্রস্ত করেন। এ সময় তারা স্টেশনের বিভিন্ন কক্ষের দরজায়  ধাক্কা দেন এবং রেলের কয়েকজন কর্মচারীকে আটকে রাখেন। বিক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, অনলাইনে  টিকিট বিক্রি চালু  থাকলেও ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তাদের আগে থেকে জানানো  হয়নি।

যাত্রীরা জানান, ট্রেন চলাচল বন্ধের  মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের এসএমএস বা অন্য কোনও  উপায়ে জানানো উচিত ছিল। হঠাৎ করে এমন পরিস্থিতিতে অনেক যাত্রী  বিপাকে পড়েছেন। অনেকে সকালেই স্টেশনে এসে ফিরে গেছেন। তারা  দ্রুত সমস্যার সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি  জানান।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার  শহিদুল আলম জানান, বিক্ষোভের কারণে স্টেশনের কিছু আসবাবপত্র ভাঙচুর  হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের  টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কাউন্টারে কেনা  টিকিটের টাকা তাৎক্ষণিক ফেরত দেওয়া হবে, আর  অনলাইনে কেনা টিকিটের টাকা তিন কার্যদিবসের মধ্যে  ফেরত পাওয়া যাবে। বর্তমানে  স্টেশনের পরিস্থিতি শান্ত রয়েছে।

Post a Comment

أحدث أقدم