সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ

মোঃ মোফাজ্জল হোসেন (কেন্দুয়া) নেত্রকোনা প্রতিনিধিঃ 

নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলায় বুধবার (২২ জানুয়ারি) ২০২৫ ইং তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো  মেরামতের লক্ষে বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত  কেন্দুয়া উপজেলার রামপুর ও বেখৈরহাটি বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন- জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ১৫৯-নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের  বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী গণমানুষের সেবক রোটারিয়ান এম নাজমুল হাসান।

লিফটের বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন-

লিফলেট বিতরণ মধ্যে দিয়ে জনগণকে বার্তা দিতে চাই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান (১৩ জুলাই) ২০২৩ইং তারিখে যে প্রস্তাব রেখেছিলেন জাতির সামনে এটি একটি পূর্ণাঙ্গ সংস্কার, তিনি আরো বলেন (৫ আগস্টের) পরে  বৈষম্য বিরোধী   ছাত্ররা যে সংস্কারের কথা বলছে বা চিন্তা করছে আমাদের নেতা দেশনায়ক  জনাব তারেক রহমান এক বছর আগেই তা দিয়ে গেছেন, ৩১ তফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব তিনি করেছেন তার মধ্যে পরিপূর্ণ সংস্কার হয়েছে। এই ৩১ দফা যদি বাস্তবায়ন করা যায় বাংলাদেশে একটি সৌমিত্রশালী সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে বলে তিনি আশা করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন