সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




রাজশাহী'তে (৩১-ঘণ্টা) পর চালু হয়েছে ট্রেন




মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার-


রাজশাহীর স্টেশন  থেকে ৩১ ঘণ্টা পর চালু হয়েছে ট্রেন। এতে যাত্রীদের সীমাহীন  দুর্ভোগের অবসান হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে  সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন গন্তব্যের  উদ্দেশ্যে স্বাভাবিক নিয়মে  ট্রেন ছেড়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন  রাজশাহী রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহীদুল  আলম।

জানা যায়, পেনশন  থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায়  রাজশাহীতে ট্রেন চলাচল  বন্ধ করে দেন রানিং স্টাফরা। ফলে সোমবার রাত ১১টা ২০ মিনিটে  ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি  সর্বশেষ ছেড়ে যায়।

ঢাকাগামী বনলতা  ট্রেনের যাত্রীরা জানান, অনেকেই ভেবেছিলেন ট্রেন  চলবে না। তাই তারা টিকেট ফেরত দিয়ে বাসের টিকিট নেবেন  বলে এসেছিলেন। পরে  স্টেশনে এসে সুখবর শুনেছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত  স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, সকাল ৬টা ১০ মিনিটে  খুলনার উদ্দেশ্যে  সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে  মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস  ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

তিনি আরও  বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে আমরা ঢাকা কন্ট্রোলরুম থেকে ট্রেন  চালানোর সিদ্ধান্ত পাই। এরপরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল  থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক  সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। আমরা রেলের  সব কর্মকর্তারা স্টেশনে অবস্থান করছি। যাতে করে যাত্রীদের  দুর্ভোগ কিছুটা কমানো যায়।

Post a Comment

أحدث أقدم