সন্ধানে বাংলাদেশ সংবাদ

 





পার্বতীপুর ভবানীপুরে দুই দিনব্যাপী  আশা শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি 


বেসরকারি উন্নয়ন সংস্থা 

আশা শিক্ষা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শিক্ষাসেবিকা, যাঁদের অক্লান্ত প্রয়াসে গুণগত শিক্ষার ধারা ছড়িয়ে পড়ে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে। শিক্ষা সেবিকাগণের নিয়মিত তদারকির জন্য শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা অফিসারগণ যেমন বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন, তেমনি তাঁদের শিক্ষণ কৌশল উন্নয়নে বছরে ৩ বার প্রশিক্ষণের আয়োজন করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা কর্মশালায় শিক্ষা সেবিকাগণকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও নানামুখী শিক্ষণ-শিখন কৌশল সম্পর্কে অবহিত করা হয়।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শিক্ষার গুণগত মান উন্নয়নের ২০১১ সাল থেকে শিক্ষার কর্মসূচি পরিচালনা করে আসছে।


বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি)    পার্বতীপুর ভবানীপুর ব্রাঞ্চে  দুই(২) দিনব্যাপী 'ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা'  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস আর এম.  মো. আবু বকর ( সিদ্দীক), টিএম  মো. আপেল মাহমুদ, বিএম মো. শহিদুল ইসলাম, ই:সুপার ভাইজার, মো. শুভ আলীসহ প্রমুখ

Post a Comment

أحدث أقدم