রাউজানে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম
রাউজান উপজেলা জন্মাষ্টমী পরিষদের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। ভার্চুয়ালে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিত্বে ও উপজেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব। আশীর্বাদক প্রদান করেন শ্রী শ্রী পুন্ডরীকধাম এর অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময়কৃষ্ণদাশ বক্ষচারী।অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, রবীন্দ্র লাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দিন চৌধুরী, আব্দুল লতিফ, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসাইন, সাইদুল ইসলাম । আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে ফকিরহাট হয়ে রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে মুন্সিরঘাটাস্থ রাস বিহারী ধাম মন্দিরে এসে সমাপ্তি হয়। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
إرسال تعليق