কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোণা থেকে:
নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার (১লা সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির (আংশিক) উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া দরগা রোডের খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয় অগ্রণী ব্যাংকের নীচ তলায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ কেন্দুয়া আটপাড়ার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সঞ্জুর রহমান ভূঞা'র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূঞা।
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাদিস উদ্দিন খান, সাবেক সহ-সভাপতি মো. মোবারক আলী ভূঞা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজু, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খুকুমনি, গন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলী ফকির, মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাঞ্জু সওদাগর, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হেকিম ভূঞা, সান্দিকোনা ইউনিয়ন বিএনপি নেতা হাদিস উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য ফরহাদ হোসেন ভূঞা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন, সারোয়ার হোসেন খান, এমদাদুল হক, হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি পায়েল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ ভূঞা রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সাব্বির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ, যুবদল নেতা এমদাদুল হক পাপ্পুসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটেন দলীয় নেতাকর্মীবৃন্দ।
তারিখ- ০১/০৯/২৩
إرسال تعليق