ছোট ভাই রোজাউল কে ফাঁসাতে বিভিন্ন হয়রানি ও অত্যাচার এর অভিযোগ উঠেছে বড় ভাই জমসেদ আলীর বিরুদ্ধে।
ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মহেশপুর খরে মান্দারতলা নাটিমা ইউনিয়ন ধানক্ষেতের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট গতিতে হেঁটে যাওয়া শারীরিকভাবে অসুবিধাজনক হতে পারে এবং স্প্রে করার সময় আপনার সাথে স্প্রে কৃত অংশের সংস্পর্শ তৈরী হতে পারে। কৃষক জানান, ১ থেকে দের হাত ক্ষতি হয়েছে ধানের স্প্রে করতে গিয়ে মাঝারি হালকা বাতাস এসে অন্য ধানের স্প্রে চলে যায় তাই ব্যাপক ক্ষতি ও কৃষক রেজাউল নামে এক ব্যক্তি জমসেদ আলীর নামে অভিযোগ উঠেছে, ধানের ফসল ক্ষতি করায় বিচার হবে বলে জানান।ধানের ক্ষেতে স্প্রে, প্রয়োগকারীদের কাছে খুব ক্লান্তিকর হতে পারে এবং প্রয়োগকারীরা তাদের শরীরের এক দিক থেকে অন্য দিকে যেতে হয় সামান্য স্প্রে যাওয়ায় ধানের অনেক ক্ষতিগ্রস্ত এই নিয়ে অভিযোগ করেছেন।তবে কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে না পারলেও, ক্ষতিগ্রস্ত কৃষকদের,রোপণ করা হয়েছে সেখানে ধানের শীষ আসার সাথে সাথে তা পুড়ে গিয়ে চিটা হয়ে যাচ্ছে। সেই সাথে ইঁদুর গাছের গোঁড়া কেটে দেয়ায় নষ্ট হচ্ছে ধান গাছ। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। রিজাউল ক্ষতি করেছে বলে দাবি করেন তিনি বলেন আমি ক্ষতি করেছি আমি জরিমানা দেবো যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেবো বাতাসে স্প্রে যাওয়ায় ধানের ক্ষতি তো আমার দশ।
একটি মন্তব্য পোস্ট করুন