নাটোরে জাতীয় শোক দিবসে জনতার ঢল
শরিফুল ইসলাম নাটোর, ভ্রাম্যমান প্রতিনিধি:
শোকের মাস উপলক্ষ্যে আজ বুধবার ২৩/৮/২০২৩ ইং তারিখে বিকাল ৪ টার সময় নাটোরের ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাইস্কুল মাঠে জাতীয় শোক দিবস ও একুশে গ্রেনেড হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর ২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। তিনি বলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন মহান কীর্তি , বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় অনেক নেতা কর্মী নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ শতাধিক নেতাকর্মী আহত হন।
এমপি আর বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছেন। তিনি বেঁচে থাকলে অনেক আগেই দেশ পৌঁছে যেত সমৃদ্ধ বাংলাদেশের কাংখিত গন্তব্যে, বাংলাদেশ হতো ‘সোনার বাংলা’। আততায়ীরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বাধীন জাতি সত্তাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রেখেছে। তাই বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজিবর ভূঁইয়া ভোরের চেতনা কে বলেন কর্ম সূচি ঘোষণা করার পর থেকে সকল ওয়াডের নিয়মিত ভাবে প্রচারনা করার ফল হিসেবে আজকের জাতীয় শোক দিবস ও২১ গেনেট হামলার প্রতিবাদ সভায় জনতার ঢল নেমেছে। তিনি আরো বলেন নাটোরের জনগণ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জনপ্রিয় নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল কে এমপি হিসেবে দেখতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জনাব দিলীপ কুমার দাস সদস্য জেলা আওয়ামী লীগ,নাটোর, অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আনু সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ, উপাধ্যক্ষ আলতাফ হোসেন সহ-সভাপতি,সদর উপজেলা আওয়ামী লীগ, আলহাজ্ব বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া সভাপতি জেলা যুবলীগ,অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান দেওয়ান,উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব মোঃ মজিবর রহমান ভূঁইয়া। এছাড়া ও অনুষ্ঠানে অন্যান্যে নেতা কর্মীদের উপস্থিত ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন