মহেশপুরে বিদ্যুৎ স্পর্শে ডিস লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিত হাসান
মহেশপুরে বিদ্যুৎ স্পর্শে ডিস লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে নস্তিষ্ক বরিয়া বাজার শাকিল স্বর্ণাঙ্গে স্থান বিদ্যুতের উঁচুতে ডিসলাইন কাজ করতে গিয়ে ঝিনাইদহ মহেশপুর উপজেলা নামে (২৩) বছর এক যবক মৃত্যু বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে , যানা গেছে নিহত সুনু মিয়া নস্তিষ্ক বরিয়া গ্ৰামে করিম মিয়া ছেলে, এখনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ তাঁরে জুরে থেকে সুনু মিয়া কে মরা দেহ উদ্ধার করে। মহেশপুরের ফায়ার সার্ভিস সদস্য গণ ,এবিষয়ে নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার ও প্রত্যক্ষদর্শীরা জান, জানান।ডিসলাইনম্যানের সুনু মিয়া বিদ্যুৎ খনিতে ডিস লাইন কাজ করতে গিয়ে অসভ্যতাবসত বিদ্যুৎ তাঁরে হাত লেগে ঘটনা স্থলে মারা যান। মহেশপুরে উপজেলা ফায়ার সার্ভিস দায়িত্ব রত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, খবর পাওয়া সাথে সাথে ঘটনা স্থলের দূরত্ব মৃত্যু সুনু মিয়া কে উদ্ধার করি, তার মরা দেহ পরিবার সদস্যরা নিকট ডিস লাইন থাম্বা থেকে সুনু মিয়া কে উদ্ধার করতে সময় লেগেছে ৫ থেকে ১০ মিনিট মতো।
إرسال تعليق