সন্ধানে বাংলাদেশ সংবাদ

 ইয়ূথ ফোরামের আলোচনা সভায় নেত্রকোণা-৩ আসনের নাজমুল হাসান 



মোফাজ্জল হোসেন, কেন্দুয়া (নেত্রকোণা) :


বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে “গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার এক দফার বিকল্প নেই” শীর্ষক এক আলোচনা সভা বুধবার (২৩ আগস্ট)  জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হয়েছে। 


বাংলাদেশ ইয়ূথ ফোরামের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী  কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক জেষ্ঠ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিন।


বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী।


মূল প্রবন্ধ পাঠ করেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি'র অন্যতম মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপি'র শীর্ষ নেতৃবৃন্দের অত্যন্ত আস্থাভাজন, গণমানুষের নেতা, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সৎ নিষ্ঠাবান, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপি'র সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান।



এসময় উপস্থিত বিএনপি'র শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করায় রোটারিয়ান এম নাজমুল হাসানের ভূয়সী প্রশংসা করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন