সন্ধানে বাংলাদেশ সংবাদ

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪.৫কেজি গাঁজাসহ এক নারী গ্ৰেফতার



মোঃ দুলাল আলী( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪.৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ আগষ্ট ) বিকেলে রহনপুর কলেজ মোড়ে অভিযান চালিয়ে রহিমা বেগম (৪২) গ্রেফতার করে। সে সময় তার  কাছে থাকা ট্রাভেল ব্যাগর ভিতরে পলেথিনের কাগজে মোড়ানো দুটি প্যাটিতে ৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারি উপ-পরিদর্শক জান্নাতুল নাঈম আল ফেরদৌস ও সহকারী উপ-পরিদর্শক মামুনুর রশিদ এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড় নাচোল গামীস্থ রাজিব আলীর সেলুনে দক্ষিণ পাশে  পাকা রাস্তার উত্তর পাশের ফুটপাত থেকে রহিমা বেগম(৪২)পিতা: মৃত: তাজামুল ইসলাম স্বামী: মজিবুর রহমান সাং :দুর্গাপুর -২ কে  ট্রাভেল ব্যাগর ভিতর থেকে পলেথিনের কাগজে মোড়ানো দুটি প্যাটিতে ৪.৫ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করে । এই ঘটনায় গোমস্তাপুর থানায় এটি মামলা রুজু করা হয়েছে

Post a Comment

أحدث أقدم