মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম
রাউজানে পৃথক কয়েকটি সড়ক দূর্ঘটনায় ১০জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। ১লা আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলার আদালত ভবন সংলগ্ন শহীদ জাফর সড়কে দুইটি বাইক মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষ দর্শীরা জানান ফকিরহাট হয়ে চট্টমেট্রো হ ১৮-৮১৭২ সিরিয়ালের একটি ডিসকভার মোটরসাইকেল হলিদিয়া মুখী ছিল, উল্টোদিক থেকে আসা নাম্বারবিহীন আরেকটি জিক্সার মোটরসাইকেল তার সামনে থাকা পিকআপ ও সিএনজি ওভারটেক করতে গিয়ে কন্ট্রোল করতে না পেরে ডিসকভার বাইকটিকে সরাসরি সজোরে আঘাত করে। এতে বাইকে থাকা ৪জন আরোহীই ছিটকে দূরে পড়ে যাই।
এতে দুই বাইকের ৪জন আরোহী গুরতর আহত হয়। পরে স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে দ্রুত গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে একই সময় রাঙ্গামাটি সড়কে গহিরা শান্তিরদ্বীপ ব্রীজ সংলগ্ন বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি তে থাকা ৫জন যাত্রী এবং সিএনজি চালকও আহত হন। এর একটু দূরে সিএনজির সাথে ধাক্কা লেগে একজন বাইক আরোহী গুরুতর আহত হন। এসব দূর্ঘটনায় আহতরা হলেন ১। পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ওয়াহেদরখীল ওয়াহেদ আজিম চৌধুরী বাড়ির জহুর আহমদ চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (৩৫),,২। ফতেয়াবাদ এলাকার মোহাম্মদ গোফরানের ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান (২৩), ৩। হলদিয়া ইউনিয়নের ইয়াছিননগর এলাকার মোহাম্মদ হাবিব (১৮),, ৪। একই এলাকার মোহাম্মদ সিরাজ (১৯),, ৫। রাউজান উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দীন মামুন (৩৩), ৬। সিএনজি চালক মোহাম্মদ সোহাগ (২২),, ৭। পশ্চিম রাউজান প্রকৃতি মাষ্টারের বাড়ির যিশু বড়ুয়ার স্ত্রী করুনা বড়ুয়া (৪০),, ৮। একই এলাকার সমীরণ বড়ুয়ার স্ত্রী দীপালী বড়ুয়া (৩৩)।
দূর্ঘটনায় আহত সকল রোগীকে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। এই বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার বাশিরুল ইসলাম বলেন, দুপুরে প্রায় ১০জনের মত এক্সিডেন্টের রোগী আসে এখানে আমি আমার যথাসাধ্য চিকিৎসা যা যা প্রয়োজন দিয়েছি, তবে একজন রোগীর অবস্থা বেশি খারাপ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহের রেফার করেছি।
إرسال تعليق