ঝিনাইদহ জব্দকৃত ৩০ লাখ টাকার মাদক ধ্বংস ।
মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মামলখানায় জব্দ করা অনুমান ৩০ লাখ টাকা মুল্যের বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (১৬ আগষ্ট) বিকেল ৫টার দিকে আদালত আঙ্গিনায় গণমাধ্যম কর্মিদের উপস্থিতিতে মাদক দ্রব্য গুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আযম, মোঃ ওয়াজিদুর রহমান, মেঘা গুপ্তা এবং মোছাঃ জেসমিন নাহার।সংশ্লিষ্ট আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইমামুল ইসলাম জানান, ৩৭ টি মামলার আলামত হিসাবে মাদক গুলো আদালতের মামলাখানায় জমা করা ছিল। যা চলতি মাসে আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সময়ের অভিযানে জব্দ আলামত হিসাবে আদালতে জমা করা হয়েছিল।তিনি আরো জানান, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে দেশী মদ ৩৮লিটার, বিদেশী মদ ২৬ লিটার, গাজা ২০ কেজি ৬৪০ গ্রাম, ভারতীয় ফেন্সিডিল ১৯১ বোতল, ইয়াবা ৩১৭৮ পিচ, ভারতীয় ট্যাপেনটাডল সিরাপ ৭৯০০ পিচ, রুপালী বিড়ি ৭৮৯০।এ বিষয়ে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির জিয়াউর রহমান জানান, আইন শৃংখলা বাহিনীর জমা করা মাদক প্রতি মাসেই আদালতের নির্দেশে ধ্বংস করা হয়ে থাকে। আজ কমপক্ষে ৩০ লাখ টাকা মুল্যের মাদক ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন