মোঃ দুলাল আলী (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
আজ ২৭ জুলাই ২০২৩ (বৃহস্পতিবার) ০২ দিনব্যাপী (২৭-২৮ জুলাই) শিবগঞ্জ মডেল সরকারি হাইস্কুল মাঠে " উপজেলা সাহিত্য মেলা-২০২৩ " এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব, মো: আবুল হায়াতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব, এ কে এম গালিভ খাঁন ।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, কবি ও সাহিত্যিক জনাব, মুহা. লোকমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, সৈয়দ নজরুল ইসলাম, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব, মো: ইমানুল হক, সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো: জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব, মো: আরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব, মোহা: গোলাম কিবরিয়া ও জনাব, মোসা: শিউলী বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব, মোহা: বজলুর রশিদ সোনু, জেলা কালচারাল অফিসার জনাব, মো: ফারুকুর রহমান ফয়সল, শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব, মোহাম্মদ সাইফুল মালেক সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সম্মানিত কবি ও লেখকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, গণ্যম্যান ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর জেলা প্রশাসক উপজেলার আমন্ত্রিত সকল কবি ও লেখকদেরকে উত্তরীয় পরিয়ে দেন।
আগামীকাল ২৮ জুলাই (শুক্রবার) সমাপনী দিন বিকাল ০৪ টায় কবিদের আবৃত্তি পর্ব অনুষ্ঠিত হবে। এর পর কবি /লেখকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এবারের উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর সমাপ্তি হবে।
একটি মন্তব্য পোস্ট করুন