বিশেষ প্রতিনিধি আরেফিন জুয়েল
চট্টগ্রামের নাসিরাবাদ মহিলা কলেজের স্নাতক ৩য় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ জুলাই চট্টগ্রামের আকবর শাহ থানার মিনারের মোড়স্থ পূর্ব ফিরোজ শাহ্ কলোনীর মুন হাউজের বাসিন্দা মৃত তাহের হোসেনের কন্যা নার্গিস আক্তার আকবর শাহ্ থানায় ধর্ষনের মামলা করেছেন। মামলার আসামি হলেন- বায়েজিদ এলাকায় ব্যাটিরী চালিত রিকশার টোকেন বানিজ্যের মূল হোতা ও চিহ্নিত চাঁদাবাজ মোঃ শামসুর এর পুত্র রাকিবুল ইসলাম আদনান। গত মঙ্গলবার আসামি রাকিবুল ইসলাম আদনানকে গ্রেপ্তার করে আকবর শাহ্ থানা পুলিশ। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। মামলার অভিযোগে বলা হয়েছে, রাকিবুল ইসলাম আদনান ওই কলেজ শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়ার পর থেকেই আদনান তার বিভিন্ন পোষ্টে প্রশংসা মূলক কমেন্ট লাইক দিতে থাকেন ও দীর্ষদিন ধরে নানা ধরনের প্রশংসা করতে থাকে। একপর্যায়ে আদনান শিক্ষার্থীর পরিবারের খোঁজ খরব নিতে থাকে। গেল মার্চে আদনান ওই শিক্ষার্থীর সাথে ঘুরতে চাইলে শিক্ষার্থীর অপারগতায় আর তাদের দেখা করা হয়ে উঠেনি। পরবর্তীতে চলতি মাসের ১৪ তারিখ বিকেল পৌনে ৫ টার দিকে আদনান শিক্ষার্থীর বাসার সামনে আকবর শাহ্ মিনার মোড়ে এসে তার সাথে দেখা করার জন্য জোড়াজোড়ি করতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থী বাধ্য হয়ে দেখা করার জন্য তার বাসা থেকে বের হন। আদনান সে সময় শিক্ষার্থীকে জানান তার এক বড় ভাই, ভাবী ও তার কয়েজন বন্ধু আকবর শাহ্ এলাকার নন্দন হাউজিং এলাকায় থাকে সেখানে শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার কথা বলে আকবর শাহ্ এলাকার নন্দন হাউজিং সোসাইটির একটি বিল্ডিং এর ৬ তলার একটি রুমে নিয়ে মারধর ও ভয় ভীতি প্রদর্শন করে বিকেল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত ধর্ষণ করে আদনান। পরবর্তীতে আদনান শিক্ষার্থীকে ছেড়ে দিলে সে তার মাকে সমস্ত ঘটনা অবহিত করে। শিক্ষার্থীর মা স্থানয়ীদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করান। চিকিৎসা শেষে শিক্ষার্থী নিজে বাদী হয়ে রাকিবুল ইসলাম আদনানের বিরুদ্ধে আকবর শাহ্ থানায় মামলা করেন। রাকিবুল ইসলাম আদনানের বিরুদ্ধে আনিত ধর্ষণের ব্যাপারে তার পিতা শামসুর সাথে যোগাযোগ করতে চাইলে তিনি কল রিসিভ করেন নাই,
এই বিষয় আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আসামী কে আদালতে প্রেরণ করা হয়ছে বলে জানিয়েছেন ধর্ষণের অভিযুক্ত রাকিবুল ইসলাম আদনানের পিতার মোঃ শামসুর বিরুদ্ধেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ। অনুসন্ধানে জানা যায়, রাকিবুল ইসলাম আদনানের পিতার মোঃ শামসু বায়েজিদ এলাকার শীর্ষস্থানীয় চাঁদাবাজ । তার বিরুদ্ধে বায়েজিদ এলাকায় ব্যাটিরী চালিত রিকশার টোকেন বানিজ্যসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। তিনি বায়েজিদ এলাকায় ব্যাটিরী চালিত রিকশার টোকেন বানিজ্য করে প্রতি মাসে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা । জানাযায়, শামসুর পুত্র আদনানও পিতার পথ অনুসরণ করে অল্প বয়সে হয়ে উঠেন বখাটে ও নারী লোভী হিসেবে। এলাকাবাসীর তথ্য মতে, এর সাথে আদনান স্থানীয় কিশোরদের নিয়ে তৈরি করে একটি গ্যাং। এই কিশোর গ্যাং এর নেতৃত্বে দেয় সে। রাকিবুল ইসলাম আদনান নিজেকে পরিচয় দেন নেতা হিসেবে ।
إرسال تعليق