মোঃ মিঠু আহম্মেদ, পুঠিয়া ( রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের শেখপাড়ার গ্রামের হামিদ ইসলামের ছেলে রাজমিস্ত্রী শরিফুল ইসলামের ১টি উন্নত জাতের গাভিন গরু ও ৭ টি ছাগল সহ একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গরুটির বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৭ টি ছাগলের বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা হতে পারে বলে এলাবাসী ধারনার করে
শনিবার দিবাগত রাত (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা টি ঘটে।
স্থানীয়রা জানান, রাতে গরুে মশা নিরাশনের জন্য ঘুটা (দইলা) আগুন জালিয়ে ধোঁয়ার ব্যবস্তা করে। পরে ওই আগুন থেকে গোয়াল ঘরে থাকা খড়খুটটোতে আগুনেসুত্রপাত ঘটে। গরুর ঘরটিতে কাঠ খড়ি থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ঘরে থাকা গরু ১ টি হামলাতে থাকে। গরুর হামলানো শব্দের শুনে আশে পাশে লোকজন দৌড়িয়ে এসে দেখে আগুনে পুড়ছে গরুর থাকার ঘরটি। ঘর থেকে গরু বেড় করতে গিয়ে দেখে ঘরের দরজায় তালা লাগনো তখন গরু ও ছাগলগুলো ঘর থেকে বেড় করতে না পারায় ১ টি গরু ৬টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একটি ছাগল জীবিত বের করা গেলেও শরিরের অধেক অংশ পুড়ে যায় । স্থানীয়রা ঘন্টা দেড়েক চেষ্টা করে পানি দিয়ে আগুন নিবাতে সক্ষম হয়।
রাজমিস্ত্রী শরিফুল ইসলাম বলেন, গরু ঘরটি তে তালা লাগানো থাকায় ১গরু ৭টি ঘর থেকে বেড় করা সম্ভব হয়নি। তালা ভাঙতে গেলে আগুন মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়লে আগুনের তাপে ঘরে কাছে চাপা সম্ভব হয়নি। ততক্ষণে গরু ও ছাগলসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে আমার প্রায় ৪ লক্ষ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকাকর ক্ষতি হয়ে গেলো।
إرسال تعليق