সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



মো: জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার



 রাজশাহীর  বাগমারার বিভিন্ন এলাকায়  সম্প্রতি  অগ্নিকান্ডে ব্যাপক  ক্ষয়ক্ষতি  হয়েছে। শনিবার  সকাল সাড়ে ১০ টায় উপজেলা  পরিষদের আয়োজনে  পরিষদ মিলনায়তনে  এক  অনুষ্ঠানের আয়োজন  করা হয়। উপজেলা নির্বাহী  অফিসার  এ,এফ,এম আবু  সুফিয়ান এর  সভাপতিত্বে প্রধান  অতিথি থেকে  অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্থদের  মাঝে আর্থিক  অনুদানের  চেক তুলে দেন  সড়ক পরিবহণ ও  সেতু মন্ত্রণালয়  সম্পর্কিত  সংসদীয় স্থায়ী  কমিটির সদস্য  ইঞ্জিনিয়ার  এনামুল হক  এমপি।অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন, উপজেলা  পরিষদের  চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা অনিল  কুমার সরকার,  ভাইস চেয়ারম্যান  আসাদুজ্জামান আসাদ, মহিলা  ভাইস চেয়ারম্যান  মমতাজ  আক্তার বেবী,  ভবানীগঞ্জ  পৌরসভার মেয়র  আব্দুল  মালেক মন্ডল, প্রকল্প  বাস্তবায়ন  কর্মকর্তা রাজীব  আল রানা,  মাড়িয়া ইউনিয়নের  চেয়ারম্যান রেজাউল  হক, উপজেলা আওয়ামী  লীগের সহ-সভাপতি মতিউর  রহমান টুকু  প্রমুখ। অনুষ্ঠানে  অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্থ উপজেলার  বিভিন্ন এলাকার  ১৯ জনের  মাঝে  উপজেলা পরিষদের  পক্ষ থেকে  আর্থিক অনুদানের  চেক প্রদান  করা হয়।।

Post a Comment

নবীনতর পূর্বতন