সন্ধানে বাংলাদেশ সংবাদ



 ফুলপুরে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা


প্রফেসর একেএম আমিনুল হককে আগামী নির্বাচনে মনোনয়নের আহ্বান


নিজস্ব প্রতিবেদকঃ আনোয়ার হোসেন 


আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ, সৎ, শিক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রফেসর ডাঃ একেএম আমিনুল হককে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছেন ফুলপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।


শনিবার সকাল ১১টায় আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ফুলপুর উপজেলার প্রায় ৪০ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, “রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের চাহিদা অনুযায়ী সৎ ও যোগ্য প্রার্থী মনোনীত করা। যিনি সমাজে গ্রহণযোগ্য, শিক্ষিত, সজ্জন এবং কখনো কোনো অনৈতিক কাজে জড়িত নন, এমন একজন মানুষেরই নেতৃত্বে আসা প্রয়োজন।"


শিক্ষক প্রতিনিধিবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষাক্ষেত্রের সার্বিক চিত্র তুলে ধরে জানান, প্রফেসর আমিনুল হক শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাই ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম যেন তাঁকেই মনোনয়ন দেয়—এমন আশা ব্যক্ত করেন তারা।


সভায় প্রফেসর ডাঃ একেএম আমিনুল হক তাঁর ব্যক্তিগত ও পেশাগত কর্মকাণ্ডের অভিজ্ঞতা শেয়ার করেন এবং রাজনৈতিক চিন্তাভাবনা তুলে ধরেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইয়ুব আলী।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন—


আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবঃ ডাঃ আজিজুল হক


বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ সায়েদুল হক


প্রাণ-প্রকৃতি-পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাঈদ


৬ নং পয়ারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মফিজুল ইসলাম


শিক্ষাবিদ মোজাম্মেল হকসহ আরো অনেকে।



শিক্ষক প্রতিনিধিবৃন্দ সর্বসম্মতিক্রমে প্রফেসর একেএম আমিনুল হককে আগামী নির্বাচনে “সাধারণ মানুষের হৃদয়ের প্রার্থী” আখ্যা দিয়ে তাঁকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন