দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
মোঃ মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর শহরের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ আইনের বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সহায়তা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুরের তত্ত্বাবধায়ক মোঃ আমিনুল ইসলাম।
অভিযানে স্যাম্পল ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, যৌন উত্তেজক ট্যাবলেট রাখা এবং অবৈধ বিদেশি ক্রীম বিক্রির দায়ে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ হলো:
মাসুদ মেডিকেল স্টোর – ২০,০০০ টাকা
মিতালি মেডিকেল স্টোর – ১৫,০০০ টাকা
লাজ ফার্মা – ৫,০০০ টাকা
ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি বলেন, "জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ওষুধের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।"
এই অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন