সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দামুড়হুদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।


মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 

১৬ জুলাই, ২০২৫ ইং বুধবার


আজ ১৬/০৭/২০২৫ ইং তারিখে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথী মিত্র ।


উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শহিদদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস” আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের অবদান চিরস্মরণীয়।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন তন্মদ্ধে জনাব কে এইচ তাসফিকুর রহমান উপজেলা ভূমি কর্মকর্তা, জনাব ডা: নীলিমা আক্তার হ্যাপি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জনাব, মোঃ হারুন-অর রশিদ উপজেলা সমবায় অফিসার, জনাব, হোসনে জাহান উপজেলা মহিলা বিষয়ক ককর্মকর্তা, জনাব, মোঃ রফিকুল ইসলাম জনস্বাস্থ্য পোকৌশলী অধিদপ্তর কর্মকর্তা, মোছাঃ হেলেনা আক্তার, উপজেলা স্বাস্থ কর্মকর্তা, জনাব, মোঃ তোফাজ্জেল হোসেন উপজেলা সমাজ সেবা অফিসার।


 এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদ দল বি এন পির উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির ও বাংলাদেশ জামায়েত ইসলামীর উপজেলা আমীর নায়েব আলী উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের বক্তব্যে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জাতির ইতিহাসে এই দিবসের তাৎপর্য তুলে ধরেন।


অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ মুফতি মামুনুর রশিদ।


উপজেলা প্রশাসনের এই আয়োজনে উপস্থিত ছিলো ছাত্র সমন্বয়ক মোঃ তানভীর রহমান অনিক যুগ্ন আহবায়ক চুুয়াডাঙ্গা, আজহানুল ইসলাম সোহান আহবায়ক দামুড়হুদা, রাশেদ হাসান সদস্য সচিব, ও রাকিব হাসান মুখ্য সচিব, সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

Post a Comment

أحدث أقدم