তাহিরপুরে একটি ষ্টীলবডি নৌকায় ২শত ঘনফুট বালিসহ দুজন আটক
আমির হোসেন স্টাফ রিপোর্টার
ইজারাবিহীন সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে একটি ষ্টীলবডি নৌকা ২০০ ঘনফুট বালি সহ দুজন আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাহিরপূর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শগ্রাম এলাকা থেকে আটক করে।
খোঁজ নিয়ে জানা গেছে,যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শগ্রাম এলাকা কিছু লোক ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এসময় একটি ষ্টীলবডি নৌকা ও নৌকায় থাকা অনুমান ২০০ ঘনফুট বালু জব্দ করে পুলিশ। এসময় এর সাথে জড়িত ঘাগড়া গ্রামের মোঃ ফজর আলীর ছেলে ইকবাল হোসেন (২৪)ও মোহাম্মদ হোসেন আলীর ছেলে মোঃ ওমর গণি (২৩) পিতা মোঃ হোসেন আলী আটক করে। এই সংক্রান্তে তাহিরপুর থানার মামলা নং ১৭ তাং ১৫/০৭/২০২৫ইং ধারা-১৫ বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন২০১০ রুজু করে সকালে আদালতে পাঠানো হয়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,পুলিশ কঠোর নজরদারির পাশাপাশি অনিয়ম প্রতিরোধ কঠোর পদক্ষেপ নিচ্ছে। কাউকে কোনো ছাড় দেয়া হবে না। যারা পুলিশের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তারাই পুলিশকে জড়িয়ে যাদুকাটা নদীর বালু উত্তোলন বিক্রি নিয়ে কথা বলে। আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ পূর্বেও গ্রহণ করা হয়েছে আগামীতে হবে যাদুকাটা নদীতে সকল অনিয়মের বিরুদ্ধে।
إرسال تعليق