কুড়িগ্রামে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
মুতাসিম বিল্লাহ তানিম :কুড়িগ্রাম
জেলা প্রতিনিধি
১৬ জুলাই, ২০২৫
‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা।
আলোচনা সভায় শহিদদের আত্মত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস” আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের অবদান চিরস্মরণীয়।
অনুষ্ঠানে জেলার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের বক্তব্যে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জাতির ইতিহাসে এই দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের এই আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন